ALL PC PRODUCT

01.আসুস গেমিং মাদারবোর্ড: গ্লোবাল ব্রাণ্ড বাজারে এনেছে আসুসের পি৮পি৬৭-এম প্রো গেমিং মাদারবোর্ড। মাল্টি- জিপিইউ সমর্থিত এই মাদারবোর্ডে এনভিডিয়া কোয়াড-জিপিইউ এসএলআই এবং

এএমডি কোয়াড-জিপিইউ ক্রসফায়ার প্রযুক্তির গেমিং গ্রাফিক্স ব্যবহার করা যায়। এটি ২য় প্রজন্মের কোরআই ৭/৫/৩ প্রসেসর সমর্থন করে। রযেছে ল্যান,৮-চ্যানেল এইচডি অডিও, ফায়ারওয়্যার পোর্ট, ইউএসবি ৩.০ এবং ইউএসবি ২.০ পোর্ট। মূল্য ১৩,০০০ টাকা। ফোন: 01925456626

02. বায়োষ্টার মাদারবোর্ড: বিজনেসলিংক কম্পিউটারস বাজারে এনেছে বায়োষ্টার এইচ ৬১এম এইচ মাদারবোর্ড। এটি ইন্টেল ২য় প্রজন্মের প্রসেসর এবং সর্বোচ্চ ৮জিবি ডিডিআর-৩ র‌্যাম সমর্থন করে।

এতে রয়েছে ২টি পিসিআই এক্সপ্রেস ১.০ ও পিসিআই এক্স ১৬ স্লট, ২ টি পিসিআই স্লট, ৪টি সাটা ২.০ ৬টি ইউএসবি-২পোর্ট, মাল্টি ডিসপ্লে, ফুল হাইডেফিনেশন ভিডিও, ল্যান ও ৬ চ্যানেল এইচডি অডিও, বায়োষ্টার রিমোট কন্ট্রোল প্রভৃতি। মূল্য: ৪৭০০ টাকা। ফোন: ৯৬৭৩৯৭৯-৮০, ৮১২৭৮৩৫

03. বায়োষ্টার এএমডি রিমোট কন্ট্রোল মাদারবোর্ড: বিজনেসলিংক কম্পিউটারস বাজারে এনেছে তাইওয়ানের বায়োষ্টার এএমডি এ৮৮০জি মডেলের গেমিং মাদারবোর্ড। এটি এএমডি কুল এণ্ড কোয়াইট টেকনোলজি সমৃদ্ধ এএমডি ফেনম-২,৪,৬ এএমডি এথলন-২,৩,৪ ও এএমডি সেমপ্রণ

প্রসেসর এবং ২ চ্যানেলে সর্বোচ্চ ৮ জিবি ডিডিআর থ্রি র‌্যাম সমর্থিত। রয়েছে পিসিআই এক্সপ্রেস ২.০, পিসিআই স্লট, সাটা ২.০, মাল্টি ডিসপ্লে ভিজিএ/ডিভিআই/এইচডিএমআই আউটপুট, ফুল হাইডেফিনেশন ভিডিও, ল্যান ও ৬ চ্যানেল এইচডি অডিও। রয়েছে বায়োষ্টার রিমোট কন্ট্রোল। মূল্য. ৪৮০০ টাকা। ফোন: ৯৬৭৩৯৭৯-৮০, ৮১২৭৮৩৫

04.বায়োস্টার মাদারবোর্ড: বিজনেসলিংক কম্পিউটারস বাজাওে এনেছে তাইওয়ানের বায়োষ্টার টিএ-৮৯০জিএক্সই মডেলের মাল্টিকোর প্রসেসর সমর্থিত মাদারবোর্ড। এটি এমডি এম৩ সকেটের এমডি-ফেনম ২,৪,৬ এথলন- ২,৪ ও সেমপ্রণ প্রসেসর এবং সর্বোচ্চ ১৬জিবি ফোর চ্যানেল ডিডিআর থ্রি ১৩৩৩ যা র‌্যাম সমর্থিত। এতে রয়েছে ১টি পিসিআই এক্সপ্রেস, ২টি পিসিআই এক্স১৬স্লট,

এটিআই রেডিওন গ্রাফিক্স, হাইডেফিনেশন ভিডিও সমর্থন, ৫টি সাটা ৩ ও ৭ ইউএসবি ২.০, ল্যান ও ১০ চ্যানেল ব্লুওে অডিও প্রভৃতি। রয়েছে বায়োষ্টার রিমোট কন্ট্রোল যার মাধ্যমে পিসি অন/অফ মিডিয়া প্লেয়াওে গান শোনা ডিভিডি/ফটো দেখা ইত্যাদি কাজ করা যায়। মূল্য: ৭,৮০০/= ফোণ: ৯৬৭৩৯৭৯-৮০, ৮১২৭৮৩৫

ALL PC PRODUCT

05. আসুস এ৫৩ই ল্যাপটপ:
আসুস’র এ৫৩ই মডেলের নতুন ল্যাপটপ বাজাওে এনেছে গ্লোবাল ব্রাণ্ড। এতে রয়েছে ৩.৩ গিগাহার্জ গতির ইন্টেল ২ প্রজন্ম কোরআই প্রসেসর, মোবাইল ইন্টেল এইচএম৬৫ এক্সপ্রেস চিপসেট, ১৫.৬” ডিসপ্লে ২ জিবি ডিডিআর৩ র‌্যাম, ৬৪০ জিবি হার্ডডিস্ক,

পডিভিডি রাইটার, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ, ১টি এইচডিএমআই পোর্ট, ৩টি ইউএসবি ২.০ পোর্ট, ১টি ভিজিএ পোর্ট, বিল্ট-ইন-স্পিকার, মাইক্রোফোন প্রভৃতি। আরো রয়েছে পাম প্র“ফ প্রযুক্তি, আইসকুল প্রযুক্তি, অর্গানিক কীবোর্ড প্রভৃতি। মূল্য ৪৯,০০০ টাকা । ফোন: ৭১৩২৫৭৯৪২, ৮১২৩২৮১

06.আসুস থ্রিডি ভিশন গেমিং গ্রাফিক্স কার্ড: গ্লোবাল ব্রান্ড বাজাওে এনেছে আসুস’র ইএনজিটিএক্স ৫৬০ ডিসি২টপ গেমিং গ্রাফিক্স কার্ড।

এতে রয়েছে এনভিডিয়া জিফোর্স জিটিএক্স৫৬০ গ্রাফিক্স ইঞ্জিন, এনভিডিয়া থ্রিডি ভিশন ফিচার, ১জিবি জিডিডিআর৫ ভিডিও মেমোরি, ৯২৫ মেগাহার্জ ইঞ্জিন ক্লক, ৪২০০ মেগাহার্জ মেমোরি ক্লক, ১টি ডি-সাব, ২টি ডিডিআই, এইচডিএমআই পোর্ট। এটি মাল্টি-জিপিইউ, মাইক্রোসফট ডাইরেক্টএক্স১১, ওপেনজিএল৪.১ সমর্থিত। মূল্য: ২০,০০০/= ফোন: ০১৭১৩২৫৭৯৩৮, ৮১২৩২৮১।

07.আসুস এ৫২এফ ল্যাপটপ: গ্লোবাল ব্রাণ্ড বাজাওে নিয়ে এলো আসুন এ৫২এফ মডেলের ল্যাপটপ। এতে রয়েছে ২.১৩ গিগাহার্জ গতির ইন্টেল ডুয়েল কোর প্রসেসর, মোবাইল ইন্টেল এইচএম৫৫ এক্সপ্রেস চিপসেট, ২ জিবি ডিডিআর-৩ র‌্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ডিভিডি রাইটার,

এইচডি ভিজিএ, ১৫.৬” ডিসপ্লে, ওয়েবক্যাম, ৩টি ইউএসবি ২.০ পোর্ট, ১টি এইচডিএমআই, ১টি ভিজিএ পোর্ট, ব্লুটুথ, স্পিকার প্রভৃতি। মূল্য: ৩৪,০০০/ ফোন: ০১৭১৩২৫৭৯৪২, ৮১২৩২৮১।

08.এডিম্যাক্স পোর্টেবল রাউটার: টোটাল অফটেক বাজাওে এনেছে এডিম্যাক্স ব্রাণ্ডের পোর্টেবল থ্রিজি রাউটার। এতে রয়েছে রিচার্জেবল লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা বিভিন্ন ফোনের ইন্টারনেট টিথারিংয়ের সাথে যুক্ত করা যায়।

এই থ্রিজি ৬২১৮ এন রাউটার, ৩.৫ জি নেটওয়ার্ক, ক্যাবল এবং এক্সডিএসএল মডেম সমর্থন করে। ফোন: ০১৬৭৮০০৫১৩১, ০১৭২০৫৮১৮৩২

09.পিকিউআই পেনড্রাইভ: কম্পিউটার সিটি টেকনোলজিস বাজারে এনেছে পিকিউআই ব্রাণ্ডের পেনড্রাইভ। ট্রাভেলিং এবং ইন্টেলিজেন্ট সিরিজের ৪ জিবি

থেকে ৬৪ জিবি মেমোরির ইউএসবি ২.০ এবং ৩.০ ইণ্টারফেসের পেনড্রাইভ গুলোতে রয়েছে লাইফ টাইম ওয়ারেন্টি। ফোণ: ৮৬৫০১৭৯-৮১, ৯৮৮৭৬৭৩

ALL PC PRODUCT

10.মাইক্রোনেট ইথারনেট সুইচ: গ্লোবাল ব্রাণ্ড বাজরে এনেছে মাইক্রোনেট ব্রাণ্ডের এসপি৬১৬ইবি মডেলের ইথারনেট সুইচ। এতে রয়েছে ১৬ টি ১০/১০০ এমবিপিএস আরজে-৪৫ পোর্ট, ার সবগুলো পোর্ট অটো-আপলিংক সনাক্তকরন সমর্থন করে। আইট্রিপলই ৮০২.৩ ও ডুপ্লেক্স মোড সমর্থিত এই সুইচে রয়েছে ইন্টেলিজেন্ট অ্যাড্রেসিং

ইঞ্জিন নেটওয়ার্ক। এর ষ্টোর অ্যান্ড ফরওয়ার্ড সুইচিং ফাংশন ডেটা আদান-প্রদনা করার সময় ক্ষতিগ্রস্ত প্যাকেট এবং নেটওয়ার্ক ত্র“টি থেকে নেটওয়ার্ককে রক্ষা করে। মূল্য ৩,৩০০/= ফোন: ০১৯১৫৪৭৬৩৫৩, ৯১৮৩২৯১

11.ইন্টেলিনেট ইউএসবি অ্যাডাপ্টর: ইন্টারন্যাশনাল কম্পিউটার নেটওয়ার্ক বাজারে এনেছে ইন্টেলিনেটের ওয়্যারলেস ১৫০ এন ইউএসবি অ্যাডাপ্টর। আইট্রিপলই ৮০২.১১বি এবং ৮০২.১১জি ষ্ট্যান্ডার্ড সমর্থিত এই ওয়্যারলেস অ্যাডাপ্টরটি ১৫০ এমবিপিএস পর্যন্ত

গতির নেটওয়ার্ক সমর্থন করে। রয়েছে ৩ডিবিআই হাই-গেইন অ্যান্টেনা। তথ্যের সুরক্ষায় এটি ডাব্লিউইপি, ডাব্লিউপিএ ও ডাব্লিউপিএ২ এনক্রিপশন সমর্থন করে। রয়েছে লাইফটাইম ওয়ারেন্টি। ফোন: ০১৮১৯২৪৪৭২০।

12. গিগাবাইট গ্রাফিক্স কার্ড: স্মার্ট টেকনোলজিস বাজাওে নিয়ে এসেছে গিগাবাইট ব্রাণ্ডের জিভি-এস৫৬০ ওসি মডেলের নতুন গ্রাফিক্স কার্ড। জিফোর্স জিটিএক্স ৫৬০ চিপসেট নির্মিত এই গ্রাফিক্স কার্ডে রয়েছে ৯০০ মেগাহার্জ ক্লকস্পিড, ১৮০০ মেগাহার্জ

শেডার ক্লক এবং ২৫৬ বিট মেমোরি বাস স্পিড। এই গ্রাফিক্স কার্ডটি ব্যবহারের জন্য ন্যুনতম ৫০০ ওয়াট পাওয়ার সাপ্লাই থাকতে হবে। ১ জিবি কার্ডেও মূল্য ১৭,৫০০ টাকা। ফোন: ০১৭৩০৩১৭৭৬৮

13.গেটনেট ওয়্যারলেস রাউটার: গেটনেট ব্রাণ্ডের ১৫০ এমবিপিএস ওয়্যারলেস রাউটার বাজাওে এনেছে টোটাল অফটেক। রাউটারগুলো বাসা এবং অফিস উভয় স্থানেই ব্যবহার করা যায়। এগুলো খুব সহজেই কনফিগার করা যায় এবং এদেও ইন্সটলেশনও অনেক সহজ। তাইওয়ানের এই নতুন মডেলের রাউটারগুলো বিসিএস কম্পিউটার সিটি, ইষ্টার্ন প্লাস সহ বিভিন্ন কম্পিউটার বাজারে পাওয়া যাচ্ছে। ফোণ: ০১৬৭০০৫১৩১, ০১৭২০৫৮১৮৩২
14.ট্রান্সসেন্ড র‌্যাম: ইউসিসি বাজাওে এনেছে ট্রান্সসেন্ড এর ১৩৩৩ বাস গতির ডিডিআর৩ র‌্যাম। ১ জিবি, ২ জিবি ও ৪ জিবি মডিউলে এই র‌্যাম পাওয়া যাচ্ছে ডেক্সটপ ও ল্যাপটপ উভয়ের জন্যই। রয়েছে ডিকিউএস-এর উভয় পাশেই ডাটা ইনপুট-আউটপুট এর সুবিধা, রেঞ্জ অফ অপারেশন ফ্রিকোয়েন্সি ও প্রোগ্রামেবল ল্যাটেন্সি ফিচার। ফোণ: ৯৬৬৮৯৩০, ০১৬৭১৪৬২৬১১

ALL PC PRODUCT

15.এইচপি ৪৩০ কোর আই ৫ ল্যাপটপ: স্মার্ট টেকনোলজিস বাজাওে নিয়ে এসেেছ এইচপির ৪৩০

মডেলের কোর আই ৫ ল্যাপটপ। দ্বিতীয় প্রজন্মেও ইন্টেল কোর আই ৫ প্রসেসর সমৃদ্ধ এই ল্যাপটপে রয়েছে ৩ এমবি এলথ্রি ক্যাশ মেমোরি, ২জিবি ডিডিআর৩ র‌্যাম, ১৪” ডিসপ্লে, ৫০০জিবি হার্ডডিস্ক, ইন্টেল হাই ডেফিনেশন গ্রাফিক্স কার্ড, সুপার মাল্টি ডিভিডি রাইটার, ওয়াই-ফাই , ব্লুটুথ, ২ মেগাপিক্সেল ওয়েবক্যাম এবং অন্যান্য সুবিধা। ক্যারিং কেস ও ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৪৭,৩০০ টাকা। ফোন: ০১৭৩০৭০১৯১০।

16.লজিটেক গেমিং কম্বো জি ১০০: গেমিং প্রেমীদের জন্য কম্পিউটার সোর্স নিয়ে এসেছে লজিটেকের গেমিং কিবোর্ড ও মাউস কম্বো। প্রতিনিয়ত যারা গেম খেলে থাকেন, তাদেও জন্য বিশেষ প্রয়োজনে হয় প্রোগ্রামেবল ’কি’ যুক্ত কিবোর্ড এবং বিশেষ বাটনয্ক্তু মাউস। হাতের আকারের সাথে সমন্বয়ের বিষয়টিও গেমিংয়ে গুরুত্বপূর্ন।

এসব সুবিধা নিয়েই লজিটেক তৈরি করেছে জি১০০ কম্বো। এর মাউসে রয়েছে ২৫০০ ডিপিআই অপটিক্যাল সেন্সর। রয়েছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি । ইউএসবি ও পেএস ২ সমর্থিত কম্বোটির মূল্য ৩,৫০০/=

OTHER DEVICE

17.অপটোমা এইচ-ডি ২৩ প্রজেক্টর: উনিক বিজনেস সিষ্টেমস বাজাওে এনেছে অপটোমা ব্রাণ্ডের এইচ-ডি-২৩ মডেলের প্রজেক্টর। ২,৫০০ লুমেন্সের এই প্রজেক্টও ১৯২০ বাই ১০৮০ রেজ্যুলেশন সমর্থন করে। এতে রয়েছে ৬০০০:১ কনট্রাষ্ট রেশিও।

এর ল্যাম্প লাইফ ৪০০০ ঘন্টা। এতে ৩৮” থেকে ৩০০” পর্যন্ত আকারে ছবি বিবর্ধন করা যাবে। ২.৯ কেজি ওজনের প্রজেক্টরটির মূল্য ৮৫,০০০/= ফোণ: ৮৮১৭০২৩, ০১৭৩০০৪৪৪০৫-১৩

18.ভিভিটেক পকেট প্রজেক্টর: গ্লোবাল ব্যাণ্ড বাজারে এনেছে ভিভিটেক এর কিউমি মডেলের প্রথম এলইডি প্রকেট প্রজেক্টর। এতে রয়েছে ডিএলপি লিঙ্ক প্রযুক্তি এবং পিকো চিপসেট। থ্রিডি এই প্রজেক্টরের ব্রাইটনেস ৩০০ লুমেন্স, কণ্ট্রাক্ট রেশিও ২৫০০:১, ল্যাম্প লাইফ ৩০,০০০ ঘন্টা এবং ১২৮০ বাই ৮০০ রেজ্যুলেশন সমর্থন করে। এটি ডিজিটাল ক্যামেরা, ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট পিসি প্রভৃতির সাথে ব্যবহার করা যায়।

এতে রয়েছে মিনি এইচডিএমআই, ইউনিভার্সাল ইনপুট, আউটপুট, ৩.৫ মিলি মিটার ভিডিও-ইন, ৩.৫ মিলি মিটার মিনি জ্যাক অডিও আউট, ইউএসবি পোর্ট এবং মাইক্রে-এসডি কার্ড স্লট। মূল্য: ৪৭,৫০০ টাকা। ফোন:

19.প্যানাসনিক অফিস কমিউনিকেশেন সিস্টেম: এমএম ইস্পাহানি ও টিএসআই’র যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ইমাম সিস্টেমস

নিয়ে এসেছে বিশ্বখ্যাত প্যানাসনিক ব্রাণ্ডেড পূর্ণাঙ্গ অফিস কমিউনিকেশন সিস্টেম। এর মধ্যে রয়েছে আইপি, পিবিএক্স, ইউসি, পিবিএক্স, ইন্টারকম, টেলিফোন প্রভৃতি সলিউশন। ফোণ: ৯৮৯৫৭২৯, ০১৯৭২৩৭৫২৬৪

20.প্যানাসনিক আইপি-পিবিএক্স: এমএম সিস্টেমস বাজাওে এনেছে প্যানাসনিক ব্রাণ্ডের কেএক্স-টিডিই১০০ পিউর আইপি-পিবিএক্স সিস্টেম। এই মডেল সর্বোচ্চ ১২৮ ট্রাংক/সিও (অ্যানালগ/আইপি). ১২৮ আইপি ফোন, ১৬০ ট্রাডিশনাল (অ্যানালগ/ডিজিটাল)

ফোন কলার আইডিসহ সমর্থন করে। ছোট ও মাঝারি আকারের প্রতিষ্ঠানের জন্য এই আইপি-পিবিএক্স সিস্টেম অত্যন্ত উপযোগী এবং কার্যকরী। ফোণ: ৯৮৫০২৮০, ০১৯৭২৩৭৫২৬৯।

21.রিটার এর ব্যাটারি: ইউনাইটেড সিসনেট বাজাওে এনেছে রিটার এর এসএলএ এজিএম ডিপ সাইকেল এবং ডিপ সাইকেল জেল ব্যাটারি। ্যাক্তিগত এবং বানিজ্যিক ব্যবহারের প্রয়োজনে রিটারের রয়েছে বিভিন্ন ক্ষমতার ব্যাটারি। এসএলএ ব্যাটারির মধ্যে রয়েছে ১২ ভোল্ট ৭.২ অ্যাম্পিয়ার আওয়ার থেকে শুরু কওে ১২ ভোল্ট ২৮ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। এজিএম ডিপ সাইকেল এর মধ্যে রয়েছে ১২ ভোল্ট ৪০ অ

্যাম্পিয়ার আওয়ার থেকে শুরু কওে ১২ ভোল্ট ১২৫ অ্যাম্পিয়ার আওয়ার এর ব্যাটারি। এবং ডিপ সাইকেল জেল এর মধ্যে রয়েছে ১২ ভোল্ট ২৬ অ্যাম্পিয়ার আওয়ার থেকে শুরু করে ১২ ভোল্ট ২৬০ অ্যাম্পিয়ার এর ব্যাটারি। এগুলোর মূল্য: ১,০০০ থেকে শুরু করে ৪২,৫০০ পর্যন্ত। ফোন: ৮৮২৪৩৬৩, ৮৮২৪৪৮০

22.প্যানাসনিক ডিজিটাল ফ্যাক্স মেশিন: রিশিত কম্পিউটার্স বাজারে এনেছে ডিজিটাল কলার আইড, ওয়ান টাচ ডায়াল,

ডিজিটাল অটো আনসারিং এবং ইন্টিগ্রেটেড টেলিফোন প্রযুক্তি স¤পন্ন নতুন প্যানাসনিক কেএক্স-এফটি ৯৮৩ সিএক্স ফ্যাক্স মেশিন। এতে রয়েছে অটো পেপার কাটার, কপিয়ার ফাংশন, ফোনবুক, ডকুমেন্ট মেমোরি, অটো ডকুমেন্ট ফিডার প্রভৃতি। এর গতি সেকেন্ডে ১৫ পাতা। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ১০,৯০০ টাকা। ফোন: ৮১২৯৩২৩, ০১১৯১০০০১২৭,

                                           

PAGE 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40